জি এম মাছুম বিল্লাহঃ পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকাগুলোতে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। বিশেষ করে নারী ও শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেই কোন ভাল স্বাস্থ্য সেবা কেন্দ্র, নেই কোন ভাল ডাক্তার। এসব এলাকাগুলোতে ভালমানের কোন ঔষধের দোকানও নেই। দু- একটি থাকলেও সেখানে ঔষধ বিক্রি হয় চড়া মূল্যে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স উপকূলীয় এলাকার সাধারন মানুষের কথা ভেবে প্রতি মাসে শ্যামনগর উপজেলার ৮ টি স্থানে এবং কয়রা উপজেলার ৬ টি স্থানে মোট ১৪ টি স্থানে ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে থাকে।প্রতি মাসের ন্যায় নভেম্বর ২০২০ মাসে ১৪ টি স্থানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পগুলোতে মোট ৪৯২ জন রোগী স্বাস্থ্যসেবা নিতে আসেন। যাদের মধ্যে পুরুষ ১২৮ জন, নারী ৩১২ জন এবং শিশু ৫২ জন। এসব এলাকার মানুষ সাধারনত পানি বাহিত রোগ, চর্মরোগ, সর্দি, কাশি-জ্বর, উচ্চ রক্তচাপ, প্রজনন স্বাস্থ্য বিষয়ক রোগ, মাজা ও পিঠে ব্যথা ইত্যাদি রোগে বেশি ভোগেন। লিডার্সের স্বাস্থ্য ক্যাম্পে রোগীরা বিনামূল্যে প্রেসক্রিপশন ও ৮০% কম মূল্যে ঔষধ পেয়ে থাকেন। কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের বাসিন্দা কালিদাসী রানী বলেন, “লিডার্সের স্বাস্থ্য কেন্দ্রে যেয়ে আমি স্বাস্থ্যসেবা গ্রহন করে সুস্থ আছি। আমি আমার স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি মাসেই লিডার্সের স্বাস্থ্য কেন্দ্রে যাই। এরকম উদ্যোগের জন্য লিডার্স কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ বিষয়ে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন,ঝড়-ঝঞ্ঝার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে উপকূলীয় এলাকার মানুষ। তাদের পাশে একটু দাঁড়ান ওর জন্যই আমাদের এই সামান্য প্রচেষ্টা। আমরা চাই লিডার্সের এ প্রকল্প থেকে চিকিৎসা-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, দেয়াটাই আমাদের মূল লক্ষ্য।

News Link