জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা:২২শে (ডিসেম্বর) মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ে কুশুলিয়া ইউনিয়ন যুব ফোরামের সদস্যদের নিয়ে ২ দিন ব্যাপি নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন সমাপ্তি হয়। বেসরকারী উন্নয়ন সংগঠস লিডার্স এর বাস্তবায়নাধীন সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহায়তায় কুশুলিয়া ইউনিয়ন এর সকল ওয়ার্ড যুব ফোরাম এর সভাপতি, সম্পাদক ও কোষাধ্যাক্ষদের নিয়ে গত ২১ ডিসেম্বর নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়। সংকট নিরষনে যুবদের স্বেচ্ছাসেবক এর মানষিকতা ও সামাজিক নৈতিক কাজে সম্পৃক্তকরনের জন্য যুব নেতাদের নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রশিক্ষন প্রদান করেন লিডার্স কর্মসূচী কর্মকর্ত সুলতা সাহা, প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ কুমার বর্মন, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, কালিগঞ্জ থানার অফিসার-ইন চার্জ মোঃ দেলোয়ার হুসেন। যুব নেতারা প্রশিক্ষন শেষে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
News Link