ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ৬০টি পরিবারের মাঝে হাইজিন কিটস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার বলাবাড়িয়ায় ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় ‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম’ এর অধীনে জরুরী ভিত্তিতে কোভিড সংবেদনশীল ঘূর্ণিঝড় সাইক্লোন আম্ফান পুনর্বাসন প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এই হাইজিন কিটস ও নগদ অর্থ বিতরণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাবাড়িয়া দূর্গা মন্দির কমিটির সভাপতি ডা. সুধীর কৃষ্ণ মন্ডল। এ সময়ে আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল।
এসময় ৬০টি পরিবারের মাঝে ৫টি করে মাস্ক, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ৫টি স্যাভলন সাবান, ১টি
স্যানিটাইজার ও প্রত্যেককে ৬,৪৫০ টাকা করে বিতরণ করা হয়। এছাড়া এই কার্যক্রমের উপকারভোগীগণ কাজের বিনিময়ে দুর্যোগ সহনশীল ১টি করে ল্যাট্রিন পাবেন।
News Link: theeditors.net