ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা শহরতলীর ত্রিশমাইলের পিটিআরসিতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজেনে ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য ও সাতক্ষীরা
নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ
ফোরামের সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল ইসলাম, কালের কণ্ঠ’র খুলনার ব্যুরো প্রধান গৌরঙ্গ নন্দী, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এবং অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দক্ষিণ পশ্চিম উপকূলের মানুষের পানির সংকট ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সংকট দিন দিন বেড়ে চলেছে। এই সংকট সমাধানে প্রয়োজন সকলকে সচেতন হওয়া। তিনি আরও বলেন, এসডিজি বাস্তবায়নে লিডার্স এর কার্যক্রম ভূমিকা রাখছে। এজন্য এই ফোরাম আরও সক্রিয় এবং গতিশীল হলেই উপকূলীয় সমস্যা চিহ্নিত করে তথ্য উপাত্ত উপস্থাপন সম্ভব হবে।
কর্মশালায় সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের ১৫ জন সদস্য, শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের ৪ জন সদস্য ও আশাশুনি উপজেলা অধিপরামর্শ ফোরামের ৬ জন সদস্য অংশ নেন।
News Link: theeditors.net