ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারার ৫৯টি পরিবারের মাঝে হাইজিন কিটস ও নগদ অর্থ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
বুধবার (২০ জানুয়ারি) ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের অধীনে জরুরী ভিত্তিতে কোভিড সংবেদনশীল ঘূর্ণিঝড় সাইক্লোন আম্ফান পুনর্বাসন প্রকল্পের আওতায় এই হাইজিন কিটস ও নগদ অর্থ বিতরণ করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার মো. সুলতানুজ্জামান, দেবব্রত কুমার গাইন প্রমূখ।
এসময় প্রত্যেক পরিবারকে ৫টি মাস্ক, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ৫টি বড় স্যাভলন সাবান, ১টি ২৫০ এমএল স্যানিটাইজার এবং কাজের বিনিময়ে নগদ ৬৫০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। একই সাথে প্রত্যেক পরিবার দুর্যোগ সহনশীল ১টি করে ল্যাট্রিন পাবে। তাছাড়া কমিউনিটিতে এই প্রকল্পের আওতায় পিএসএফ ও পুকুর সংস্কার করা হবে।
News Link: theeditors.net