বাগেরহাট সংবাদদাতা ॥ জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিপূরণের অর্থ উপকুলীয় মানুষের জন্য যথাযথ ব্যবহারের দাবি আদায়ে অধিপরামর্শ ফোরাম গঠন করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়নের কার্যালয়ে কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোজাফ্ফর হোসেন। সংগঠনটির নির্বাহী প্রধান শেখ আসাদের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি সরদার আনসার উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. শরিফা খানম, জেলা মহিলা পষিদের সম্পাদক অ্যাড. পারভিন আহম্মেদ, অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মুখাজি রবীন্দ্র নাথ রায়, প্রেস কাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, দুদকের আইনজীবি মিলন কুমার ব্যানার্জী প্রমুখ। পরে অধ্যাপক মোজাফ্ফর হোসেনকে আহবায়ক এবং মো. আসাদুজ্জামান শেখকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।