২৭মার্চ বিকালে খ্রিস্টান এইড’র আর্থিক সহায়তায় লিডার্সের উদ্যোগে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে বাঘ বিধবা ও স্বামী পরিত্যক্তা ৬০টি পরিবারে করোনা ভাইরাস প্রতিরোধে হাইজিন প্যাকেজ (ব্লিচিং পাউডার-৫০০গ্রাম, হুইল সাবান-২পিচ, মাস্ক-৪পিচ) বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন লিডার্স নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ফজলু গাজী ও উৎপল জোয়ারদার, বুড়িগোয়লিনী ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান, জিএম আব্দুর রউফ। আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার সুলতানুজ্জামান।
News Link: patradoot.net