বাংলাদশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ন যেখান, ক্রমবর্ধমান হারে প্রাকতিক দূর্যােগ বাড়ছে। সাইক্লােন, জলােচ্ছাস, বেঁড়ীবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। উপকূলীয় এলাকার জনগনের বিভিন্ন সময়ে তাদের স্থানীয় সমস্যা নিয়ে দাবী উঠেছে। উপকূলীয় এলাকার জনগনের দাবী স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্লাটফর্মে তুলে ধরার জন্য ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযাগিতায় লিডার্স বেসরকারী উন্নয়ন সংস্থা “জলবায়ু পরিবর্তন ঝুঁকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের” উদ্যােগে লিডার্স শ্যামনগর শাখা অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরার্শক ফােরাম গঠন করা হয়।বীর মুক্তিযাদ্ধা মাস্টার নজরুল ইসলামকে আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়, যেখান যুগ্ম আহবায়ক প্রেসক্লাব সম্পাদক জাহিদ সুমন, অধিপরার্শক এ্যাডভাকট স্বপন কুমার মণ্ডল ,সদস্য রনজিৎ বর্মন,চদ্রিকা ব্যানাজী ,মানবেদ্র দেবনাথ সহ উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ।

News Link: donetbd.com