আশাশুনি অফিস ॥ সত্তর এর ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীর স্মরণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে ঝুঁকিপূর্ণ ও ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে, ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর অর্থায়নে ও লিডার্স’র বাস্তবায়নে আশাশুনি জনতা ব্যাংক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক নারী-পুরুষ ও সাংবাদিকদের অংশগ্রহনে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে ‘উপকূলের জন্যে হোক একটি দিন, জোরালো হোক উপকূলীয় সুরক্ষার দাবি’ এ শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও অধিপরামর্শ ফোরামের যুগ্ম-আহ্বায়ক জি এম আল ফারুক, রনজিৎ বৈদ্য, লিডার্স’র প্রকল্প সমন্বয়কারী রনজিত কুমার মন্ডল, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সমীর রায়, সুজন’র সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংবাদিক এসএম আহসান হাবীব, মাসুদুর রহমান, এমএম সাহেব আলী, আকাশ হোসেন, নূর আলম, আলাউদ্দিন প্রমুখ। লিডার্সের সিনি. ফ্যাসিলিটেটর মাধাই চন্দ্র সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা ১৯৭০সালের ১২ নভেম্বর ভোলা সাইক্লোনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণা ও উপকূলীয় এলাকা জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।

News Link: dainikdristipat.com