ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আশাশুনির উপজেলা সদরে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, আশাশুনি নাগরিক সমাজ ও জাতীয় মৎস্যজীবী সমিতি সম্মিলিতভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এসময় তাদের সাথে সংহতি প্রকাশ করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
মানববন্ধনে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ, সুপেয় পানির নিশ্চয়তা, প্রকৃত মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ করা, আশাশুনি বাজারের স্থায়ী হাটের জায়গা নির্ধারণ ও উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবি জানানো হয়।
মানববন্ধনে আশাশুনি নাগরিক সমাজের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রুহুল আমীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নাগরিক সমাজের সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা অধিপরামর্শ ফোরামের সম্পাদক ও আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুখসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
News Link: theeditors.net