দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার কৃষকদের মাঝে লবণ সহনশীল সবজি বীজ বিতরণ করা হয়েছে। ৩ জুন (বৃহস্পতিবার) ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স মাঠ পর্যায়ে সংগঠিত ৭৮ টি জলবায়ু সহনশীল দলের দলনেতাদের কাছে ৭৮৬টি পরিবারের জন্য এই সবজি বীজ বিতরণ করে।

বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এসএম মনোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী কুন্তল রায় চৌধুরী, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, কৃষি অফিসার রাকীবুল হাসান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলেজ অ্যান্ড রিসার্স ম্যানেজার মিলি মন্ডল।

প্রসঙ্গত, লিডার্স কোভিড-১৯ মোকাবেলায় বাড়ির আঙিনায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৪টি ইউনিয়ন ও আশাশুনি উপজেলার ২ টি ইউনিয়ন এবং খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৭৮৬ দরিদ্র কৃষক পরিবারে মোট ৩১,৪৪০ প্যাকেট সবজি বীজ (ঢেড়স, লাউ, মিষ্টিকুমড়া ও শশা) বিতরণ করেছে। প্রেস বিজ্ঞপ্তি

News Link: theeditors.net