On Aug 26, 2019
ইয়াছিন মোড়ল, নিজেস্ব প্রতিনিধিঃ-
সারাদেশ জুড়ে মানুষ ডেঙ্গু আক্রান্ত , এই ঘাতক ডেঙ্গু আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে আমাদের স্বজনদের, একটু অসাবধানতা এবং অসচেতনতার কারনে চলে যাচ্ছে বহু তাজা প্রান, তাই সর্ব সাধারনের সচেতন করার লক্ষে, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউ কে এইড এর সহযোগীতায় কুশুলিয়া ইউনিয়ন যুব ফোরাম,উপজেলা উপদেষ্টা পরিষদ,একতা যুব সংঘ ও স্থানীয় জনগনের অংশ গ্রহনে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ওপরিস্কার পরিচ্ছন্ন অভিজান চালানো হয়। এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকলে, এডিস মশা জন্ম নিতে পারবে না, এবং সাধারনত বোতল ডাবের খোলা পরিত্যাত্ত বোতল, এমনকি ছাদে জমে থাকা পানিতেও ডেঙ্গু মশা জন্ম নিতে পারে, তাই জনগন কে সচেতন করতে এই অভিযান ধারাবাহিক ভাবে চলতে থাকবে কুশলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে৷