সুকুমার দাশ বাচ্চু :: কালিগঞ্জে সমাজ পরিবর্তনে যুব সংহতি ও সমাজ পরিবর্তন ধারনা চিহ্নিতকারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় লিডার্সের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোগিতায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ মনির আহম্মেদের সভাপতিত্বে ও লিডার্সের প্রোগ্রাম অফিসার সুলতা সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হেসেন, প্রোগ্রাম ম্যানেজার সুলতানুজ্জামান, লিডার্সের প্রকল্প সমন্নয়কারী শওকাত হোসেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ, দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ, লিডার্সের কুশুলিায়া এফএফ ইয়াছমিনারা পারভীন। দিনের দিত্বীয় সেশ্নে লিডার্সের নির্বহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসর প্রপ্ত বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম প্রমুখ। এসময় উপজেলার ৩টি ইউনিয়নের লিডার্সের যুবকেরা উপস্তিত ছিলেন।
News Link: voiceofsatkhira.com