কালিগঞ্জ প্রতিনিধি : by Dainik satkhira | June 24, 2019 

কালিগঞ্জে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে তিনদিন ব্যাপী প্রশিক্ষনের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) বিকাল ৫ টায় উপজেলার মুজিব রুবি হাইস্কুলে মথুরেশপুর ইউনিয়ন যুব ফোরামের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে যুব সংহতি প্রকল্পের ইউনিয়ন ফোরামের সদস্যগনের অংশগ্রহনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। প্রকল্প ব্যাবস্থাপক সুলতা সাহা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, লিডার্সের প্রোগাম ম্যানেজার সুলতানুজ্জামান, প্রশিক্ষক এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, মথুরেশপুর ইউপি সদস্য শেখ আলাউদ্দীন সোহেল, প্রশিক্ষনার্থী আফছানা পারভীন ও মাছুম। ২১ জুন থেকে যুব সংহতি ও সামাজিক পরিবরটতনে সহায়ক ভিত্তিমূল প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

News Link | Pdf Link