কালিগঞ্জ ব্যুরো ঃ সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় সামাজিক সম্প্রীতির লক্ষে কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে আন্তঃ উপজেলা সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত। ১ ফেব্র“য়ারী শনিবার বেলা ৩টায় দেয়া ফুটবল মাঠে উদ্বোধনী খেলায় মথুরেশপুর ইউনিয়ন যুব ফোরাম ও মৌতলা ইউনিয়ন যুব ফোরামের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী, সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের সমন্বয়কারী শওকত হোসেন, ডি,এম,সি ক্লাবের সদস্য মাসুম, প্রোগ্রাম অফিসার সুলতা সাহা, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,এম আহম্মাদ উল্লাহ, সদস্য আব্দুল করিম মামুন হাসান, ইউপি সদস্য আলাউদ্দীন সোহেল, লিডার্সের সম্পা বিশ্বাস, ইয়াসমিন সুলতানা, বাবর আলী প্রমূখ। খেলায় আম্পিয়ার ছিলেন আজাদ হোসেন। লিডার্সের ব্যবস্থাপনায় ও মানুষের জন্য ফাউন্ডেশন ইউকেএইড এর অর্থায়নে ৮দলীয় আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট ইউনিয়ন যুব ফোরামের অংশগ্রহনে খেলায় জয় লাভ করে মথুরেশপুর যুব ফোরাম। খেলার স্কোর মথুরেশপুর ইউনিয়ন যুব ফোরাম দল ১৩ ওভারে ৫ ইউকেটের বিনিময়ে ২০১ রান করে। জবাবে মৌতলা ইউনিয়ন যুব ফোরাম দল ৭৫ রানে সকলে আউট হয়ে যায়। খেলায় ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হয় আরিফুল ইসলাম টিপু। আজ রবিবার বিকাল ৩টায় কালিগঞ্জ সরকারী কলেজ মাঠে টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হবে।

News Link: dainikdristipat.com