ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংকটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে গঠিত হলো খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) খুলনার আইআরভি কার্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এই ফোরাম গঠন করা হয়।
পরিবেশ সুরক্ষা মঞ্চের আহবায়ক অ্যাড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিকে পরিবর্তন এর নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিডকে আহবায়ক, আইআরভি এর নির্বাহী পরিচালক মেরিনা যুথীকে সদস্য সচিব, অ্যাড. কুদরত-ই-খুদা, সাংবাদিক গৌরঙ্গ নন্দী, এইচ. এম আলাউদ্দীন, অ্যাড. শামীমা সুলতানা শীলু এবং প্রফেসর রেজাউল করিমকে সদস্য সদস্য করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল প্রমূখ।
সভায় বলা হলো, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝূঁকিপূর্ণ যেখানে, ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। এ সংকট দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে আরও প্রকট। বার বার ঘূর্ণিঝড়, বেড়িবাঁধ ভাঙন, জলোচ্ছ্বাস এর ফলে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করছে। খাদ্য সংকট, জীবিকার উৎস হ্রাস, স্বাস্থ্য ঝুঁকি, অপুষ্টি, রোগ ব্যাধি বৃদ্ধিসহ অর্থনৈতিক সংকট দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষকে গ্রাস করছে। এই সংকট দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় আরও তীব্র। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল তেমন গুরুত্ব পাচ্ছে না। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের না করলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল মারাত্মক সংকটে পড়বে।
News Link: theeditors.net