বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজেনে “ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, সোনাডাঙ্গা, খুলনাতে জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক এম. নাজমুল আজম ডেভিড, প্রধান অতিথি হিসাবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের মাননীয় উপ-পরিচালক খান মোতাহার হোসেন। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান ও ফোরামের সদস্য গৌরাঙ্গ নন্দী, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ফোরামের সদস্য মো. রেজাউল ইসলাম, আইনজীবী, খুলনা জর্জকোর্ট ও ফোরামের সদস্য এ্যাড. পপি ব্যানার্জী, ও লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
সভাপতি বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় সুপেয় পানি সংকট শুধু চিংড়ি চাষের জন্য নয়, জলবায়ু পরিবর্তনের কারণে এই সংকট আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের এখনই কাজ করা প্রয়োজন।
প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় যে পরিমাণ ক্ষতি হচ্ছে তার জন্য আমাদের সচেতন হওয়া দরকার। লিডার্স জলবায়ু পরিবর্তনে যে কাজ করছে তার সাথে সকলকে কাজ করার আহ্বান জানান। জেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তন অধিপরামর্শ ফোরাম গঠন করার জন্য তিনি লিডার্সের ভূয়সী প্রশংসা করেন।
News Link: bangla.jnewsbd.news