মঙ্গলবার সকালে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে লিডার্সের বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম’ এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি প্রকৌশলী হারুন বিন হানিফ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, জেলা সমাজ সেবা অফিসার মো. জামাল উদ্দীন, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল ও প্রকল্পের বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন নাজনীন নাহার। সভায় আরও উপস্থিত ছিলেন শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাঘবিধবা নারী ময়না বিলকিস, মুন্সিগঞ্জ গ্রামের কৃষক রঞ্জন রপ্তান, কৃষানী চন্দনা রানী, কৃষক মুজিবর রহমান ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

News Link: patradoot.net