দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এ সময় ওই এলাকার জন্য বিশেষ বরাদ্দের দাবিও জানানো হয়।
শুক্রবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং উন্নয়ন সংস্থা লিডার্স’র আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে বাংলাদেশের দুর্যোগপূর্ণ এলাকায় স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুননির্মাণ করতে হবে। এসব এলাকায় পর্যাপ্ত সাইক্লোন সেন্টারসহ প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলতে হবে। একইসঙ্গে বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য জরুরি তহবিল গঠন ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে।
বক্তারা এ সময় দেশের উপকূলীয় অঞ্চলের সব মানুষের জন্য সুপেয় খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধানের দাবি জানান।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে কর্মসূচিতে তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মিহির বিশ্বাস, সচেতন সংস্থার সাকিলা পারভীন, উন্নয়ন কর্মী ইমরান হোসেন প্রমুখ বক্তব্য দেন।
News Link