স্টাফ রিপোর্টার :: মঙ্গলবার সকাল ১০.৩০ টায় লিডার্স এর প্রধান কার্যালয়ে সংস্থার কার্যকরী পরিষদের সভাপতি বিধু¯্রবা মন্ডলের সভাপতিতে আমন মৌসুমে কৃষকদের মাঝে লবন, খরা ও বন্যা সহনশীল ধান বীজ বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস.এম. আতাউল হক দোলন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ শ্যানগর, সাতক্ষীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘‘ লিডার্স জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজিত কৃষি ব্যবস্থায় আনার জন্য কৃষকদের মাঝে ফ্রি ধান বীজ বিতরন করছে এজন্য আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উপকূলীয় এলাকায় ঠিকে থাকার জন্য কৃষিকে বাচিয়ে রাখতে হবে। সরকারী প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর পাশাপশি বেসরকারী প্রতিষ্ঠান অভিযোজিত কৃষির জন্য কাজ করছে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন‘ আমরা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে ‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরন’ প্রকল্পের আওতায় অভিযোজিত কৃষি চর্চার জন্য উপকূলীয় এলাকায় ধান বীজ সবজির বীজ প্রদান করছি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করে ঠিকে থাকতে হলে অভিযোজিত কৃষির বিকল্প নেই। এাই বীজগুলি আমরবিএডিসি খুলনা হতে সংগ্রহ করেছি সচারচর এই বীজ ডিলারদের কাছে পাওয়া যাবে না। আপনারা এই বীজ খাদ্য হিসাবে ব্যবহার করবেন না। বীজগুলি শোধন করে সঠিক ভাবে বীজতলা তৈরী করে বপন করবেন”। অনুষ্ঠানের পূর্বে কৃষকদের বীজ তলা তৈরী ও বপন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব পারভেজ জামান। অনুষ্ঠানে মোট ২৯৬০ কেজি ধান বীজ প্রদান করা হয়। তার মধ্যে যে জাত গুলি ছিল বিআর ২৩ ব্রি ৪১, ব্রি ৫২ ব্রি ৫৪ ব্রি ৭৩। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লিডার্স এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য মানবেন্দ্র দেবনাথ ও রনজিৎ বর্মন প্রমুখ

জুন ২৫, ২০১৯
News Link | Pdf Link