৫ফেব্রুয়ারি বিকাল ৪টায় খ্রিস্টান এইড’র আর্থিক সহায়তায় লিডার্স পরিচালিত ওয়েভিং লাইভ্স প্রকল্পের আওতায় জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার সংলগ্ন লিডার্সের সৃজন প্রডাক্টশন সেন্টারে অবহেলিত ও অসহায় নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হলো।
প্রশিক্ষণে প্রকল্পভূক্ত ১০জন বাঘ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী ১১ ধরনের সেলাই শিখেছেন। প্রশিক্ষণত্তোর উক্ত নারীগণ প্রকল্পের আওতায় সৃজন উৎপাদন কেন্দ্রে নকশী শাড়ি উৎপাদনের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালিম কুমার ঘরামী, সদস্য ও প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম আব্দুর রউফ, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান, মলিনা রানী রপ্তান, ইউপি সদস্য বুড়িগোয়ালিনী, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার মো. সুলতানুজ্জামান ও মার্কেটিং অফিসার দেবব্রত কুমার গাইন। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি বলেন, আপনারা ৫দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেছেন এই প্রশিক্ষণ দিয়েই আপনাদের আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করতে হবে তাহলে আপনি স্বনির্ভরতা অর্জন করতে পারবেন।
News Link: patradoot.net