জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের উদ্যোগে সোতা খালের রাস্তার দুইপাশে বজ্রপাত প্রতিরোধে তিনশ তালবীজ বপণ করা হয়।
তালবীজ বপণ কর্মসূচি উদ্বোধন করেন কাশিমাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সুধাংশু কুমার রায়।
এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেন কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি শফিকুল বারী, অধিপরামর্শক সম্পাদক মজিবর রহমান, প্রচার সম্পাদক বাদশা আযম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
News LinK: theeditors.net