প্রকাশিত : মে ২৪, ২০১৯ ||
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লির্ডাসের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইয়্যুথ মোবিলাইজেশন ফর সোসাল চেঞ্জ কার্যক্রমের আওতায় যুব ফোরামের উপজেলা পর্যায়ের উপদেষ্টা পরিষদ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হারুনর রশীদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, ডা. মুজিবর রহমান, অধ্যক্ষ মাওঃ ওজায়েরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, লিডার্স নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সাংবাদিক রনজিৎ বর্মন, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, সহকারী প্রধান শিক্ষক রেহানা আরজু প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লির্ডাসের প্রোগ্রাম সমন্বয়কারী হরিদাস কুমার ঢালী, সীমা মন্ডল, শ্যামল কুমার মন্ডল, সাদ্দাম হোসেন, জি এম বাবর আলী প্রমূখ। সভায় মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে সভাপতি করে ১১সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয় ।News Link | Pdf Link