শ্যামনগর উপজেলার বেসরকারি সংগঠন লিডার্সের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা সদর, শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি উপজেলা খুলনার কয়রা উপজেলাসহ অন্যান্য স্থানে লিডার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও যুব ফোরামের সদস্যবৃন্দ এ পর্যন্ত ১৫ হাজার লিফলেট বিতরণ করেছে। আরও ১০ হাজার ছাপানোর প্রস্ততি চলছে। তিনি বলেন, একই সাথে মাকস, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লিডার্সের পাশাপাশি উপজেলায় অন্যান্য এনজিও এবং যুব সংগঠনও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি:
News Link: patradoot.net