Posted In: শ্যামনগর, সব সংবাদ | Posted on: Mar 16, 2019

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ও শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার দাবীতে বৈশ্বিক জলবায়ু অবরোধ, র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বেসরকারী সংস্থা লিডার্স’র আয়োজনে আইইউএফও ইয়থ নেট ফর ক্লাইমেট জাস্টিস’র সহযোগিতায় জলাবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বের সকল উন্নয়নের পদক্ষেপকে বিঘিœত করছে। উন্তত দেশগুলি গ্রীনহাউজ গ্যাস নির্গমন করে জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করেছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে কোন ভূমিকা না রেখেও বেশি ক্ষতির সম্মুক্ষিন হচ্ছে। সারা বিশ্বের স্কুল পড়–য়া শিক্ষার্থীরা জলবায়ু নায্যতার দাবীতে ১ঘন্টার জন্য ক্লাস বর্জন করে পথে নেমেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের স্কুলের শিশুরাও জলবায়ূ নায্যতা দাবী ও পৃথিবীকে বাসযোগ্য রাখার দাবীতে পথে নেমেছে। এরই ধারা বাহিকতায় উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও র‌্যালী ও মানববন্ধন করে। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ্ব জি এম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শিক্ষার্থী সামিউল ইসলাম ও শামিন রওনক, গোলাম সরোয়ার প্রমুখ। এসময় সকল শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

News Link | Pdf Link