প্রকাশিত : এপ্রিল ১২, ২০১৯ || PrintMore

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: উপকুলয়ী অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণ ও খরা সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থার উৎসাহ প্রদানের লক্ষ্যে লিডার্সের উদ্যোগে ১১ এপ্রিল মুন্সিগঞ্জ ফুলতলায় দিনব্যাপী কৃষি উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের আর্থিক সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির সভাপতি রুহুল কুদ্দুস ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডল, শ্যামনগর উপজেলার ঝুকিপূর্ণ ইউনিয়নের বুড়িগোয়ালিনী চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জিএম আব্দুর রউফ, মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল, শওকৎ হোসেন, তরিকুল ইসলাম, কামরুল হাসানসহ অন্যান্য কর্মীবৃন্দ। মেলায় বিশেষ আকার্ষণ ছিল ১২টি অভিযোজিত কৃষির প্রদর্শনী প্লট, লাঠি খেলা ও পটগান ও নাটক বাঁচার লড়াই।

News Link