প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০১৭ ||
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: রবিবার সকালে শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে লির্ডাসের বাস্তবায়নে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক’র সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের অংশগ্রহণে খাদ্য অধিকার আইন চাই বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে বহুকাজ বাস্তবায়ন করেছে। তিনি বক্তব্যে লবণ সহিষ্ণু ধান জাত উদ্ভাবন সহ কৃষি ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি কৃষকদের মধ্যে হস্তান্তর করেছেন বলে উল্লেখ করেন। এ ছাড়া বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি এ এলাকার কৃষকদের সমস্যাগুলি মহান জাতীয় সংসদে উত্থাপন করবেন বলে কৃষকদের অবহিত করেন। লির্ডাসের কার্যকরী পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক রনজিৎ বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজজামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। কৃষকবৃন্দ বলেন খাল গুলি উন্মুক্তকরণ করা,লবণাক্ততার প্রভাব কমানো,ধানের নায্য মূল্য প্রাপ্তিতে ও ভেজাল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয় সহ অন্যান্য সমস্যা তুলে ধরেন।
News Link: patradoot | Pdf