ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের ঈশ^রীপুর ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৩ দফায় ৪ লাখ ৩৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান অ্যাড. জি এম শোকর আলী এর সভাপতিত্বে ৩য় দফার অর্থ সহায়তা প্রদান করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইড এর সহযোগিতায় বেসরকারি সংস্থা লিডার্স সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় এই অর্থ বিতরণ করে।
অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, ইউপি সদস্য জি এম গোলাম মোস্তফা, আজিজুল হক মোড়ল, বীরেন্দ্র নাথ বিশ^াস, হালিমা কামরুল, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী শওকৎ হোসেন প্রমূখ।