বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জে লির্ডাসের আয়োজনে নিজস্ব কার্যালয়ে কৃষকদের মধ্যে লবন ও খরা সহনশীল ধান বীজ বিতরণ করা হয়।
জানা যায় উপকুলীয় এলাকায় এক ফসলী জমিকে দুই ফসলের আওতায় আনার লক্ষে লির্ডাসের বাস্তবায়নে বিনা মূল্যে ৪৭৫ জন কৃষকের মধ্যে লবন ও খরা সহনশীল ধান ব্রি-৬৭ উৎপাদনের জন্য বিতরণ করা হয়।
ধান বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসনাত, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন। সভাপতিত্ব করেন লির্ডাস কর্মকর্তা রনজিৎ মন্ডল।