Home LEDARS in Media শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা

শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা

সাতক্ষীরার শ্যামনগরে নারী চিংড়ি শ্রমিক দলের জোট গঠন কর্মশালা বুধবার (১২ জুলাই) সকাল ১০ টায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠি হয়। অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে ও স্থানীয় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় লিডার্স এই কর্মশালার আয়োজন করে।

লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বনজীবী নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শেফালি বিবি, শাপলা নারী চিংড়ী শ্রমিক দলের সভাপতি রেখা রানী মৃধা প্রমুখ।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার আলীম আল-রাজী, প্রোগ্রাম অফিসার দেবব্রত কুমার গায়েন প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণে সহায়তা করেন আতরজান মহিলা কলেজের অধ্যক্ষ (অবসর) আশেক-ই- এলাহী।

প্রধান অতিথি বলেন, চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মুজুরী পায়না। কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। আমি ব্যক্তিগতভাবে নারীদের পুরুষের সমান মুজুরীর দাবির সাথে এক মত। এ বিষয়ে উপজেলা পরিষদ সবসময় আপনাদের পাশে থাকবে।

News Link: Click Here