শ্যামনগরে নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিতকরণে যুব ও কিশোর-কিশোরীদের ৩ দিনব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট কার্যালয়ে এশিয়ান-প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন এর আর্থিক সহযোগিতায় লিডার্স আয়োজিত এই প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন। প্রশিক্ষণে শ্যামনগর সদর ইউনিয়নের ১০জন ও বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১০জনসহ মোট ২০ জন কিশোর কিশোরী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লিডার্স এর কর্মসূচি ব্যবস্থাপক সুলতানুজ্জামান, উপজেলা যুব ফোরামের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন এস. আর.এইচ.আর দলের সভাপতি মোমিনুর রহমান, লিডার্স প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল, টিম লিডার নাজনীন নাহার ও প্রোগ্রাম অফিসার দেবব্রত কুমার গাইন। প্রশিক্ষণে জেন্ডার কি, জেন্ডার বৈষম্য কি, জেন্ডার স্টেরিওটাইপস এবং কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক জান্নাতুল নাঈম মনিরা। প্রেস বিজ্ঞপ্তি
News Link