মারুফ হোসেন (মিলন) শ্যামনগর:
১ এপ্রিল বুধবার বিকাল ৪ টার সময় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে লিডার্সের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম  জগলুল হায়দার। করোনা ভাইরাসের  কারনে শ্যামনগরের গৃহবন্দী দরিদ্র শ্রেনীর মানুষদের মাঝে লিডার্সের কর্মীবৃন্দ ২ দিনের বেতনের টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র  (চাল,ডাল,তেল,লবন,সাবান) ক্রয় করে বিতরনের লক্ষে এ উদ্যোগ গ্রহন করে।উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে  ৩৫০ জন হত দরিদ্র পরিবার (দিন আনা দিন খাওয়া) মানুষদের মাঝে  নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী  বিতরন করা হবে।  নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারন  সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আকবর হোসেন, উপজেলা তাঁতীলীগের যুগ্ন আহবায়ক আশরাফ হোসেন, মোটর সাইকেল চালক সমিতির সভাপতি সাবের হোসেন মিস্ত্রী, লিডার্সের কর্মীবৃন্দ ও  একশত দারিদ্র পরিবারের সদস্য বৃন্দ।

অতিথি বৃন্দ সহ সকলেই এসময় নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রব্য সামগ্রী বিতরন করেন।  প্রধান অতিথি সংসদ সদস্য জগলুল হায়দার সকলকে  করোনা ভাইরাসে ভয়াবহতা উল্লেখ করে বলেন-” এই মহামারী থেকে বাঁচতে হলে সচেতনতা মূলক নিয়মানুবর্তিতা অবশ্যই অনুসরন করে সকলকে চলতে হবে।

তিনি সকলকে পরবপরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদে ঘরে থাকার আহবান জানান। ” লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন-“মহামারী এই করোনা প্রতিরোধে  আমরা মানুষকে নিয়মিত সচেতন করে যাচ্ছি, ইতিমধ্যে ৩ টি উপজেলায় ২৫ হাজার জনসচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরন করেছি।

উপজেলার ২৪০ টি মসজিদ মন্দিরে জনসচেতনতা মূলক ফেস্টুন টানিয়ে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে । ১০৬০ পরিবারে হাইজিন প্যাকেজ (মাক্স ৪ পিস,সাবান ২ পিস,ব্লিসিং পাউডার ৫০০ গ্রাম) বিতরন করার কর্যক্রম চলমান রয়েছে  ।”

News Link: dhakaobserver.com