জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা: এশিয়ান-প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন (ARROW) এর আর্থিক সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে ’Pathway to SRHR Revolution: Open air exhibition for safe sexual and reproductive health’ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার লিডার্স এর সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্যামনগর সদর ইউনিয়নের ১০জন, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ১০ জনসহ মোট ২০ জন কিশোর কিশোরীদের অংশগ্রহনে ২৮-৩০ নভেম্বর ৩দিন ব্যাপি দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষন শুরু হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষন উদ্বোধন করেন, শ্যামনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন। প্রধান অতিথির বক্তব্যে বলেন,লিডার্সের এই যুগোপযোগী প্রকল্প বাস্তবায়ন এই অঞ্চলের মানুষকে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন করে তুলবে । উক্ত প্রশিক্ষনে অংশগ্রহণকারীগণ দক্ষতা অর্জন করে নারীর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ণ, ধর্ষণ, বাল্য বিবাহ, যৌতুক প্রথা, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কুসংস্কার এবং অত্যাচারিতের বিরুদ্ধে সর্বদা সজাগ থেকে স্বেচ্ছাসেবীমুলক কর্মকান্ড পরিচালনা করবেন। প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ সুলতানুজ্জামান কর্মসূচী ব্যবস্থাপক, যুব ফোরামের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন এস. আর.এইচ.আর দলের সভাপতি মোঃ মোমিনুর রহমান, লিডার্স প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল, টিম লিডার নাজনীন নাহার, প্রোগ্রাম অফিসার দেবব্রত কুমার গাইন। প্রশিক্ষনে জেন্ডার কি, জেন্ডার বৈষম্য কি, জেন্ডার স্টেরিওটাইপস এবং কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষক, জান্নাতুল নাঈম মনিরা।

News Link