উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা; মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা প্রশাসক, সাতক্ষীরা, আবু সায়েদ মোঃ মনজুর আলাম, ডি. এস. ও প্রকল্প পরিচালক, খুলনা শহরে এডমিনিষ্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মান প্রকল্প, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর, সাতক্ষীরা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। ৬ দিন ব্যাপী প্রশিক্ষণটি আয়োজনে সহযোগিতা করছে লিডার্স। লিডার্সের জলবায়ু ও অভিযোজন জ্ঞানব্যবস্থাপনা কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের ২১ জন নারী ও ১১ জন পুরুষ, মোট ৩২ জন প্রান্তিক প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়ন ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে এরকম আরো প্রশিক্ষণের আয়োজন করা হবে যেন অধিকসংখক মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারে”। ৬ দিন ব্যাপী এই প্রশিক্ষণের ১ম দিনে সহায়কের ভূমিকা পালন করেন প্রবীন উন্নয়নকর্মী জনাব রণজিৎ কুমার মন্ডল ও লিডর্সের জ্ঞানব্যবস্থাপনা কর্মকর্তা কৌশিক রায়। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সুন্দরবন অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে দরকার তাদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি সহযোগিতা। এরকম বিকল্প আয়বর্ধক প্রশিক্ষণই পারে প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
Home LEDARS in Media শ্যামনগরে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে ৬ দিন ব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণের...