বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ৮ দলীয় ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি প্রতিষ্ঠান লিডার্সের আয়োজনে সামাজিক সম্প্রীতির লক্ষ্যে আন্তঃ উপজেলা সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলা গতকাল শেষ হয়েছে।খেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন যুব ফোরামের ৮৩ রানের জবাবে সরকারি মহসীন ডিগ্রী কলেজ যুব উন্নয়ন ফোরাম ৪২ রাতে অল আউট হওয়ায় ঈশ্বরীপুর ইউনিয়ন যুব ফোরাম বিজয়ী হয়। গতকাল বিকাল ৩ টায় শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ মাঠে এ খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকতা আ.ন.ম আবুজার গিফারী। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লিডার্সের কার্যকরী পরিষদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, সদস্য আজরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সদস্য সাংবাদিক আবু সাঈদ, সদস্য সহকারী যুব উন্নয়ন কর্মকর্তাএস,এম আহছান হাবিব প্রমূখ।