জি এম মাসুম বিল্লাহ, (শ্যামনগর, সাতক্ষীরা): দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (২০১৬-২০২৫) অনুয়ায়ী বাংলাদেশের নারী, শিশু, কিশোর-কিশোরী কাঙ্খিত পুষ্টি লাভের মাধ্যমে সুস্থ ও উৎপাদনশীল জীবনের অধিকারী হবে। বঞ্চিত জনগোষ্ঠির পুষ্টি অবস্থার উন্নতি সাধন করা, অপুষ্টি প্রতিরোধ ও নিয়ন্ত্রন করা। জীবনের মান উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগের আয়োজনে এবং লিডার্স এর সহযোগিতায় বুধবার ৩০ (নভেম্বর) বিকাল ৩:০০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পুষ্টি সমন্বয় কমিটি সভার সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিকী। সদস্য সচিব শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অজয় কুমার সরকার, অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, প্রধান শিক্ষক কৃষ্ণ নন্দ মুখার্জী, প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসাইন, সাংবাদিক জাহিদ সুমন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি মহোদয় সভায় সকলকে পুষ্টি পরিকল্পনা কার্যক্রমকে বেগবান রাখার আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মহোদয় বলেন যে, “উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগের আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পুনঃর্গঠন ও কার্যপরিধি চলমান রাখার জন্য সভার আয়োজন করায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সকে ধন্যবাদ। দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্থবায়নের জন্য প্রত্যেক বিভাগকে উদ্যোগ গ্রহন করার অহ্বান জানান। আগামীতে আরো ব্যাপক পরিসরে সভার আয়োজন করে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করতে পারব বলে বিশ্বাস করি।”

এস ইসলাম/
News Link