আশাশুনিতে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্ব অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী নদীভাঙ্গন এলাকায়এ কর্মসূচির আয়োজন করা হয়।
লিডার্স ও আশাশুনি যুব ফোরামের সংহতি প্রকাশে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিশ্ব জলবায়ু কর্মসূচি উদযাপন কমিটি। বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ ২০২০ উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একাত্বতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় এলাকার নারী-শিশু, ছাত্র-ছাত্রী, যুব সমাজ ও সর্বস্তরের শতাধিক জনগণ। লিডার্সের প্রতিনিধি মাধাই চন্দ্র সরকার কর্মসূচির লক্ষ্য বর্ণনা করে বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন জলবায়ু ফোরামের সভাপতি বনমালী দাশ, মিনতি সরকারসহ যুবফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
News Link: Click Here