বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ৮ দলীয় আন্ত উপজেলা সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর বাস্তবায়নাধীন সমাজ পরিবর্তনে যুব সংহতী প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইড এর সহযোগিতায় উপজেলা যুব ফোরামের আয়োজনে সামাজিক সম্প্রীতির লক্ষ্যে সব ধর্মের যুবদের অংশগ্রহনে ৮ দলীয় আন্তু উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট (২য় খেলা) উদ্বোধন করা হয়। গতকাল শনিবার উপজেলার সরকারি মহসীন ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে ঈশ্বরীপুর ইউনিয়ন যুব ফোরাম ও কাশিমাড়ী ইউনিয়ন যুব ফোরামের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী। অনুষ্ঠানে কলেজের চলতি দায়িত্বে অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী,কাশিমাড়ী প্যানেল চেয়ারম্যান আক্তার ফারুক, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, উপদেষ্টা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম,আবু সাঈদ, রনজিত বর্মন, প্রমুখ।
News Link: dainikdristipat.com