২৪ নভেম্বর সকাল ১১ টায়লিডার্স বাস্তবায়নাধীন ”ওয়েভিং লাইভস: সাতক্ষীরা ও ঝিনাইদহের নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য একটি উদ্ভাবনী উদ্যোগ” প্রকল্পের আওতায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ্্ ইউনিয়নে ”সহনশীল কৃষি সহায়তা প্রদান” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুন্দরবন এলাকার বাঘ বিধবা ও নারী প্রধান পরিবারের ৮০ জন নারীকে সহনশীল সবজি বীজ ও চারাসহ বিভিন্ন কৃষি সামগ্রী প্রদান করা হয়। লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুল হাসান মিয়া ।
অনুষ্ঠানে কৃষি অফিসার আবুল হাসান মিয়া, বাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকারীতা ও সবজি চাষের বিভিন্ন নিয়ম সম্পর্কেউপকারভোগীদের অবগত করেন। এছাড়াও এলাকাটি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সরসরি শিকার হওয়ার কারণে এ অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উপযোগীতা সম্পর্কে তিনি আলোকপাত করেন।আলোচনা শেষে তিনি বিভিন্ন সবজির চারা, বীজসহ কৃষির অন্যান্য উপকরণ যেমন, জৈব সার, বস্তা, গবাদী পশুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নেট প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
News Link: patradoot.net