রাকিবুল হাসান শ‍্যামনগর: শ্যামনগরের মুন্সীগঞ্জে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবির মধ্যদিয়ে ‘ভোলা সাইক্লোন’ এর ৫০ বর্ষপূর্তি, ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীর স্মরণ এবং প্রস্তাবিত উপকূল দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ উপলক্ষে ‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি’ এই স্লোগানকে সামনে রেখে সুন্দরবন প্রেসক্লাব ও বেসরকারি সংস্থা লিডার্স এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপকূল দিবস ঘোষণার দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সুন্দরবন প্রেস ক্লাবের উপদেষ্টা স ম জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব আলী, সুন্দরবন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক রাকিবুল হাসান সাংবাদিক মাসুম বিল্লাহ, রুহুল আমিন গাজী, বেসরকারি সংস্থা লিডার্সর এর প্রোগ্রাম অফিসার দেবব্রত গাইন, বিশিষ্ট সমাজসেবক জামাল হোসেন, মুন্সিগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইজিবাইক মালিক সমিতির সভাপতি বাবুল হোসেন ও শাহাদাত হোসেন।

সভা পরিচালনা করেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন।

সভায় বক্তারা ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা, দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, উপকূল রক্ষার্থে উন্নয়ন বোর্ড গঠন করতে হবে, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

News Here: Click Here