সুলতান শাহজান, শ্যামনগর (সদর): মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ১ লক্ষ ২০ হাজার মাস্ক বিতরণ করবে বেসরকারি সংস্থা ব্র্যাক, লিডার্স ও উত্তরণ।
মঙ্গলবার (২২ জুন) শ্যামনগর উপজেলা বাসস্ট্যান্ডে দরিদ্র মানুষের মাঝে এই মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. এস.এম জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক এর স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আঃ মান্নান শেখ, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস.এম মনোয়ার হোসেন, উত্তরনের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আমিনুর রহমান, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, মোঃ বাবর আলী, সম্পা রানী বিশ্বাস ও আবুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি কোভিড-১৯ প্রতিরোধে হট স্পটগুলোতে যারা মাস্ক ব্যবহার করছে না তাদেরকে ম্যাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেন।
এ সময় পুনঃব্যবহার যোগ্য মাস্ক বিতরণ করা হয়।
News Link: theeditors.net