ঢাকা,সোমবার, ০৪ নভেম্বর ২০১৯, ২০ কার্তিক ১৪২৬, ৬ রবিউল আউয়াল ১৪৪১ ০৩:৪৩ অপরাহ্ন
মিলন হোসেন ,বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জে কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানব বন্ধন। কৃষকদের জন্য ধানের লাভ জনক মূল্য নিশ্চিত করার দাবীতে গত ২৫শে, মে শনিবার সকাল ১০টায় কালিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এবং বিকাল ৪টায় মৌতলা বাসষ্টান্ডে লিডার্স ও কালিগঞ্জ উপজেলা উপদেষ্টা পরিষদ এবং মৌতলা ইউনিয়ন যুব ফোরামে আয়োজনে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানব বন্ধনে লিডার্স কালিগঞ্জ উপদেষ্টা পরিষদের কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্মসাধারন সম্পাদক ইলাদেবী মল্লিক্ সদস্য আশিক মেহেদী্ শেখ আনোয়ার হোসেন্ সাংস্কৃতিক সম্পাদক কনিকা সরকার্ লিডার্সের প্রোগ্রাম অফিসার সুলতা সাহা্ ফিল্ড ফ্যাসিলিটেটর বাবর আলী্ শম্পা বিশ্বাষ্ জুলেখা খাতুন্ মৌতলা যুব ফোরামের সভাপতি মোতাহার হোসেন্ মথুরেশপুর যুব ফোরামের সহ সভাপতি আসাদুর রহমান কুশুলিয়া যুবফোরামের সাধারন সম্পাদক মাহমুদুর রহমান প্রমূখ। বক্তারা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় এবং এই মূহূর্তে চাল আমদানী বন্ধ করে কৃষকদের লাভ জনক মূল্য নিশ্চিত করার দাবী জানান।