নিজস্ব প্রতিবেদক | ২৬ আগস্ট, ২০১৯ ১৫:৩৩

তরুণদের অনেকেই যখন মাদক কিংবা বখাটেপনায় জড়িয়ে বিপথগামী হচ্ছে। তখন সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলা ইউনিয়নে, একদল তরুণ ছড়াচ্ছেন আশার আলো। তাদের উদ্যোগে বদলেছে, এলাকার পরিবেশ ও অনেকের জীবন।

গাছ লাগানো, রক্তদান, এমন অনেক সামাজিক কর্মকান্ডে নিয়োজিত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের যুব ফোরামের একদল তরুণ।

একসময় এখানকার অনেক তরুণ মাদকসহ নানা অপরাধে যুক্ত ছিলেন। কিন্তু এখন বদলে যাচ্ছে সেই চিত্র। যার পেছনে বড় ভূমিকা রাখছে এই যুব ফোরাম। তরুণদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি তারা কাজ করছে বাল্যবিয়ে প্রতিরোধেও।

যেকোনো সমস্যায় স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানো এই তরুণদের সহযোগিতায় বদলে গেছে অনেকের জীবন। তাদের কর্মকাণ্ডে খুশি স্থানীয়রা।

যুব উন্নয়ন অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা বলছেন, যুব ফোরামের এই তরুণরা যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত হলে তাদের কাজ আরও সহজ হবে।

সাতক্ষীরার প্রত্যন্ত এলাকার এই তরুণদের উদ্যোগে, সমাজের আরও বড় পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
Video Link: https://youtu.be/8ZLKazr1OEI

News Link | Pdf Link