বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স ২৪ ডিসেম্বর সকাল ১০টায় একফসলী জমিকে ২ ফসলের আওতায় আনার জন্য বোরো মৌসুমে ধান বীজ, সবজি বীজ ও জেব সার বিতরণ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। প্রধান অতিথি ছিলেন আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি আবুল কাসেম মোড়ল, পারভেজ জামাল হোসেন। উপকূলের ১৬৪ জন কৃষক-কৃষাণীদের মাঝে ১৫১০ কেজি লবণসহনশীলন জাতের ব্রি-৬৭ ও বীনা- ১০ ধানবীজ বিতরণ করা হয়। এছাড়া ৬২ জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনা চাষে সবজি উৎপাদনের জন্য ৩২০ কেজি আলুবীজ, ১১ কেজি রসুনবীজ ও ৬২০ কেজি ভার্মি কম্পোস্ট জৈবসার বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি
News Link: patradoot.net