করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গৃহে অবস্থানের কারণে মানুষের দৈনন্দিন উপার্জন বন্ধ হয়েছে। যে কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের দৈনন্দিন আয়ের ওপর নির্ভরশীল বাঘবিধবা, স্বামী পরিত্যাক্তা, ভ্যানচালক, দিনমজুর, মুচি, কাঁহার, জেলে ও মুন্ডা পরিবারের মধ্যে জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যাণ্ড এগ্রিকালচারাল রিসার্স সোসাইটি (লিডার্স)।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ প্রাইমারি স্কুলে আজ বৃহস্পতিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন লিডার্সে নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আকবর আলী পাড়, মুন্সিগঞ্জ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মো. ওহিদুল ইসলাম।
লিডার্সের খাদ্য সহায়তা কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল, এক কেজি ডাল, ৫০০ মিলি তেল, ৫০০ গ্রাম লবণ ও একটি হুইল সাবান সহায়তা দেওয়া হচ্ছে। দরিদ্র অসহায় পরিবারের তালিকা করে এই খাদ্য সহায়তা হস্তান্তর করা হচ্ছে। প্রথম দিনে ৩৫০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসের সচেতনতা বৃদ্ধিতে লিডার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও যুব ফোরামের সদস্যবৃন্দ বিভিন্ন স্থানে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেন। আর মুন্সিগঞ্জ ইউনিয়নে তিনটি ও কালিগঞ্জ উপজেলায় ৮২টি মসজিদে করোনা সচেতনতামূলক ফেস্টুন এবং সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
News Link: kalerkantho.com