শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব ফোরামের আয়োজনে বেসরকারী সংগঠন লিডার্স এর বাস্তবায়নাধীন সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইডের সহায়তায় ঈশ্বরীপুর ইউনিয়নে ৮০ জন দরিদ্র যুবদের মাঝে ইউনিয়ন পরিষদ চত্তরে সামাজিক দুরত্ব বজায় রেখে করনো ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরী ত্রান সামগ্রী প্রদান করা হয়। একই সাথে কালিগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ২৫০ জন যুবদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ঈশ^রীপুর ইউনিয়ন যুব ফোরাম সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান অ্যাড জি.এম শোকর আলী। এ সময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন লির্ডাস কর্মকর্তা শওকত হোসেন,ইউপি সদস্যবৃন্দ সহ উপজেলা ও ইউনিয়ন যুব ফোরাম নেতৃবৃন্দ। কালিগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

জানা যায় প্রতিটি যুব পরিবারের মাঝে ৭ কেজি চাউল, ১ কেজি মুশুরীর ডাউল, ৩ কেজি আলু ও ২ টি হুইল সাবান প্রদান করা হয়। এ ছাড়া শ্যামনগর ও কাশিমাড়ী ইউনিয়নের যুবদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করবেন বলে জানান।

News Link: currentbarta.com