নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরে আম্ফানে বিধ্বস্ত পানিবন্দী মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
সুপার সাইক্লোন আম্ফানে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত সদর ইউনিয়নের জেলেখালী, দয়ারঘাট, আশাশুনি (দক্ষিণপাড়া) ও বলাবাড়িয়া গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তাদের সুপেয় পানির সংকট দেখা দিলে বে-সরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আম্ফান রেসপন্সকার্যক্রম প্রকল্পের আওতায় এসব এলাকায় প্রতিদিন বিনামূল্যে ৪ হাজার লিটার পানি বিতরন করা হয়। পানিবন্দী থাকার কারণে এসব গ্রামে পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় রবিবার (৭ জুন) আশাশুনি সদরের গ্রামগুলিতে ৩ হাজার পিস্ হ্যালোট্যাব ও ১৫০ পিস্ খাবার স্যালাইন বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, লিডার্স এর সিনিয়র ফিল্ড ফেসিলিটেটর মাধাই চন্দ্র সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
News Link: suprovatsatkhira.com
জুন ৭, ২০২০