জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের প্রত্যক্ষ শিকার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের তান্ডবে উপকূলীয় এলাকাবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। টেকসই বাঁধ না থাকায় প্রতিবছর জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের কারণে বাঁধ ভেঙে এ এলাকার মানুষ মাথা গোজার ঠাঁইটুকু হারাতে বসেছে। অধিকন্তু খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে উপকূলীয় জনগণ। এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ২২ জুন ২০২০ লিডার্স বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম’ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ২৫১ পরিবারে খাদ্য উপহার প্রদান করা হয়। প্রতি পরিবারের জন্য খাদ্য উপহার প্যাকেজে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, সাবান ১ টি, মাস্ক ৩টি, স্যানিটারী ন্যাপকিন ১ প্যাকেট, স্যালাইন ৪ প্যাকেট বরাদ্দ ছিল। জলবায়ু উপদ্রুত এলাকায় লিডার্সের উদ্যোগে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে এই কর্মসূচী পালন করা হয়। উক্ত খাদ্য উপহার প্যাকেজ বিতরণকালে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলমের অনুমতিক্রমে চাঁদনিমূখাতে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সম্পাদক আমজাদ হোসেন। পার্র্শেমারীতে উপস্থিত ছিলেন সবুজ হোসেন। লেবুবুনিয়াতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য পিযুশ কান্তি মৃধা। চকবারাতে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি শেখ আমীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার মো. সুলতানুজ্জামান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর রনজিৎ কুমার ম-ল, মনিটরিং অফিসার নাজনীন নাহার। প্রেসবিজ্ঞপ্তি
News Link: patradoot.net