সংবাদ বিজ্ঞপ্তি: বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ ও বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে লিডার্স ২০১১ সাল থেকে কাজ করছে। এই কাজের অংশ হিসাবে লিডার্স ড. অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় মেধাবী গরীব বিজ্ঞান শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ২ জুলাই ২০২০ সকাল ১০:০০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ কার্যালয়ে মেধাবী ছাত্রীদের মধ্যে প্রত্যেককে ৩,৬০০ টাকার চেক বিতরণ করে। উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব খালেদা আইযুব ডলি নিজ হাতে এসব চেক বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লিডার্স এর মনিটরিং অফিসার জনাব নাজনীন নাহার। চেক প্রাপ্ত মেধাবী ছাত্রীরা হলেন হেনচী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের আসমা খাতুন, কাশিমাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজের মাহবুবা অন্তরা, নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সুষ্মিতা রানী মিস্ত্রী, ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের মোছঃ লিজা মনি, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের নুরনাহার। চেক গ্রহনকালে তাদের অভিভাবকগনও উপস্থিত ছিলেন।

News Link: dakshinermashal.com