ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি প্রেসক্লাব চত্ত্বরে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন ও উপজেলা জলবায়ু অধিপরামর্শক ফোরামের সম্মিলিত উদ্যোগে এবং লিডার্সের সহযোগিতা ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর অর্থায়নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সুপেয় পানির সংকট ও লবণাক্ততার কারণে এ এলাকা প্রায় বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রতি বছর কোন না কোন সময়, কোন না কোন উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙ্গে নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আবার লবণ পানি উত্তোলনের জন্য যে দীর্ঘমেয়াদী সুপেয় পানির সংকট তৈরী হয়েছে, সেই সংকট উত্তরণের জন্যেও কোন উদ্যোগ গৃহীত হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা অধিপরামর্শক ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, রাবীদ মাহমুদ চঞ্চল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবু, উপজেলা অধিপরামর্শক ফোরামের সদস্য তাহমিনা রহিম প্রমূখ।
বক্তারা আশাশুনিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবি জানান।

News Link: theeditors.net